স্কটল্যান্ডকে ১০৯ রানে আটকে দিল নামিবিয়া

স্কটল্যান্ডকে ১০৯ রানে আটকে দিল নামিবিয়া

নামিবিয়ার মতো বিশ্বকাপের নবাগত দলের বিপক্ষেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্কটল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া স্কটল্যান্ড ইনিংস গুটায় ১০৯/৮ রানে। প্রথম ওভারে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া স্কটিশরা দলীয় ১৮ রানে হারায় চতুর্থ উইকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯/৮ রানে ইনিংস গুটায় স্কটল্যান্ড।

বিশ্বকাপের ২১তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশটি বাছাই পর্বে সুযোগ পেয়ে টিকিট নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমেই স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামায় নামিবিয়া।

অন্যদিকে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ে পড়ে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়। সেই ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৯/৮ (মিচেল লিস্ক ৪৪, ক্রিস গ্রেভস ২৫, ম্যাথু ক্রস ১৯;রোবেন ট্রাম্পেলম্যান ৩/১৭)। 

Others আন্তর্জাতিক খেলাধূলা