বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জাও তাবাজারা ডি অলিভিএরা জুনিয়ার (ঔড়ধড় ঞধনধলধৎধ উব ঙষরাবরৎধ ঔঁহরড়ৎ) সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের রয়েছে বিপুল সম্ভাবনা। ব্রাজিলের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা এ খাতের সম্ভাবনা অন্বেষণ করতে পারে। এসময় তৈরিপোশাক, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং এদের উপখাত নিয়েও আলোচনা হয়।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এ মন্ত্রণালয় কার্যকরী অবদান রাখতে পারে। উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি রোড-শো করা গেলে উভয় দেশেই উপকৃত হবে। ব্রাজিলের উইন্ড মিল প্রকল্পে বাংলাদেশের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। তিনি উভয় দেশে প্রতিনিধিদল প্রেরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সম্মিলিতভাবে এগুলে উভয় দেশই উপকৃত হবে।

জাতীয়