জাতীয় শুদ্ধাচার কৌশল লোগো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর কারিগরি সহায়তাপুষ্ট মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের আওতায় ঘওঝ (ঘধঃরড়হধষ ওহঃবমৎরঃু ঝঃৎধঃবমু) আজ লোগো প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১৩ জন প্রতিযোগী ৩৫টি লোগো-ডিজাইন দাখিল করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ একটি লোগো-ডিজাইন চূড়ান্তভাবে অনুমোদন করে। বুয়েট স্থাপত্য বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. মোস্তাসিম বিল্লাহ চূড়ান্তভাবে অনুমোদিত এনআইএস লোগো’র মূল নকশাকার হিসেবে বিজয়ী হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিজয়ীর হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, জাইকা বাংলাদেশ অফিস প্রধান টাকাটোশী নিশিকাতা, এনআইএস সার্পোট প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট ও প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ, টিম লিডার আটশুশি টকুরাসহ মন্ত্রিপরিষদ বিভাগ ও জাইকার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

National