নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে অনুমোদনহীনভাবে ৪০০ বোতল মদ ও ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দিকে ক্লাবটিতে অভিযান চালানো হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এই অভিযান শুরু হয়। আজ শনিবার সকালেও তা চলছিল।
অবৈধভাবে মদ মজুতের অভিযোগ পেয়ে এই অভিযান চলছে বলে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন জানিয়েছেন।
র্যাব জানায়, ক্লাবের মিলনায়তনের স্টেজের নিচে, সিঁড়ির পেছনে গোপন কুঠুরিতে এবং স্টোরে এসব অননুমোদিত মদ ও বিয়ার রাখা হয়েছিল। এছাড়া একটি টয়েলেটের সিলিংয়ের আড়াল থেকেও মদ পাওয়া যায়। আরও কয়েকটি জায়গায়ও মদ পাওয়া গেছে।
উদ্ধার করা মদের অনুমোদনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। তবে মদ জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে, ২০১৪ সালেও এই ক্লাবে চালানো অভিযানে বিপুল পরিমাণ অননুমোদিত মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছিল।