বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ১১তম মিনিস্টিরিয়াল কনফারেন্সে যোগদানের জন্য ৮ ডিসেম্বর আর্জেন্টিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সম্মেলনে পণ্য রপ্তানির ক্ষেত্রে রুলস অভ্ অরিজিন শিথিলকরণ, সেবা বাণিজ্যে প্রেফারেনশিয়াল মার্কেট একসেস প্রদান, ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন, ফিশারিজ সাবসিডিস, ই-কমার্স, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড (টিবিটি), ট্রান্সফার অভ্ টেকনোলজি, স্যানিটারি এন্ড ফাইটোস্যানিটারি মেজার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ বরাবরই মিনিস্টিরিয়াল কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ প্রতিনিধি দলে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ মুনীর চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ রয়েছেন। বাণিজ্যমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।