বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে। অথচ পাটপণ্য রপ্তানির ওপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অনেক পণ্য রপ্তানির ক্ষেত্রে সাড়ে বারো শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে। ফলে বাংলাদেশের পণ্যের ভারতে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের সাথে আবারো আলোচনা করা হবে।
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট আবুল কাশেম খানের নেতৃত্বে আগত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা বিব্রত হন, ক্ষতিগ্রস্ত হন এমন কোন পদক্ষেপ সরকার গ্রহণ করবে না। চাহিদা মোতাবেক সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডিসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট হোসেইন এ সিকদার, সেক্রেটারি জেনারেল এ এইচ এম রেজাউল কবীরসহ পর্ষদের পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।