মাথা উঁচু করছে দুদক ডিপিপি প্রণয়নে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, সেগুনবাগিচায় বহুতল ভবন, আগারগাঁওয়ে হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট, দ্বিগুণ হচ্ছে জনবল, ১৪ জেলায় নতুন অফিস
উবায়দুল্লাহ বাদল দুর্নীতি দমন ও প্রতিরোধে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের জন্য বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান প্রধান কার্যালয়টিই ভেঙে তা নির্মাণ করা হবে। পাশাপাশি কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে রাজধানীর আগারগাঁওয়ে একটি নিজস্ব বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হচ্ছে। দুদকের বহুতল ভবন নির্মাণ করতে ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি)’ প্রণয়ন করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।বিস্তারিত