মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে তাদেরকে গড়ে তুলতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর পাবলিক মাঠে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু বিশ্বাসঘাতকরা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং তাদের সালাম গ্রহণ করেন। তিনি কেশবপুরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দেন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয়