সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৯টা থেকে কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। ঢাকা কলেজ কেন্দ্রে দেখা যায় শিক্ষকদের তত্ত্বাবধানে রোভার স্কাউটস, বিএনসিসিসহ অন্য সামাজিক ও সংস্কৃতিক সংগঠনগুলো সার্বিকভবে সহযোগিতা করে শিক্ষার্থীদের। খবর নিয়ে জানা যায়, প্রতিটি কেন্দ্রে ছিল সংগঠনগুলোর এমন তৎপরতা।

সকাল থেকে রাজধানীতে শীতের আগমনি বার্তায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়াতে কেন্দ্রে আসতে কিছুটা সমস্যা হয় বলে জানায় পরীক্ষার্থীরা।

পরীক্ষার উপস্থিতি পর্যলোচনায় দেখা যায় ঢাকা কলেজ কেন্দ্রে উপস্থিতি হার ৬৮.৮ শতাংশ, অনুপস্থিত ছিলেন ৩১.২ শতাংশ পরীক্ষার্থী।

সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১টা পর্যন্ত। রাজধানীর মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। কেন্দ্র ১০টি হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২ দশমিক ১৫ জন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৮২৮টি।

ভর্তি কমিটি জানিয়েছে, এ বছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। এর মধ্যে ঢাকা কলেজে দুই হাজার ৪২৫, ইডেন মহিলা কলেজে তিন হাজার ১৫৫, সরকারি তিতুমীর কলেজে তিন হাজার ৩০০, কবি নজরুল সরকারি কলেজে এক হাজার ৬০০, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক হাজার ২৫০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এক হাজার ১৮০ ও সরকারি বাঙলা কলেজে এক হাজার ৪৪০টি আসন রয়েছে।

ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত। বাকি চারটি কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারবে। ৭ কলেজের কলা অনুষদের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে।

গত ৫ ও ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাণিজ্য অনুষদের ফলে পাসের হার প্রায় ৭৩ শতাংশ এবং বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭ দশমিক ৭০ শতাংশ।

শিক্ষা