চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণ’ বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে আজ ‘নবারুণ’ মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। তথ্য সচিব মরতুজা আহমদ সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ‘নবারুণ’ উৎসব অনুষ্ঠানে ‘নবারুণ’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
কিশোরদের জনপ্রিয় এ পত্রিকা ১৯৭২ সালের ডিসেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকা ডিএফপি থেকে প্রতিমাসে শিশু-কিশোর উপযোগী বিভিন্ন বিষয়ের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে। নতুনভাবে এই প্রথম চালু ‘নবারুণ’ অ্যাপ সুনামগঞ্জের কিশোর ও অভিভাবকদের কাছে পরিচিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানে ডিএফপির কর্মকর্তারা ডিজিটাল উপস্থাপনা করেন। তথ্য সচিব এ উদ্ভাবনী কর্মসূচির প্রশংসা করে নতুন প্রজন্মের জন্য এ অ্যাপের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এতে বক্তব্য রাখেন ডিএফপির মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। এ উপলক্ষে ডিএফপির প্রকাশনাসমূহের দিনব্যাপী এক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্রের প্রদর্শন অনুষ্ঠিত হয়।মাসিক ‘নবারুণ’ পত্রিকা এখন থেকে মোবাইল অ্যাপসহ ডিএফপির ওয়েবসাইট ও ফেসবুক থেকে পড়া যাচ্ছে।