দারাজে ৯ হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রি

দারাজে ৯ হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রি

সাজ্জাদ মাহমুদ খান অন্তত ৯ হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে সংস্থাটি দারাজের অনিয়ম সংক্রান্ত বেশকিছু তথ্যউপাত্ত সংগ্রহ করেছে। এসব তথ্যউপাত্তের ভিত্তিতে দারাজের চিফ অপারেশন অফিসারকে (সিওও) জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়েছে। আজ রবিবার সকালে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করবে। সিআইডির তদন্ত ছাড়াও আরও একাধিক সংস্থা দারাজের ভার্চুয়াল পণ্য বিক্রির আইনি দিক খতিয়ে দেখছে। সেই সঙ্গে তাদের পণ্য বিক্রির তথ্যউপাত্ত চাওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ১১/১১ ক্যাম্পেইন পরিচালনা করায় দারাজকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।বিস্তারিত

তথ্য প্রুযুক্তি