হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নিল রাইদা, আটক বাসগুলো ছেড়ে দিল শিক্ষার্থীরা

হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নিল রাইদা, আটক বাসগুলো ছেড়ে দিল শিক্ষার্থীরা

হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাসে রাজধানীর রামপুরায় আটক রাইদা বাস গুলো ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠে রাইদা পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা।

এতে ওই সড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যে শিক্ষার্থীকে হেনেস্তা করা হয়েছে তিনি ঢাকা ইমপিরিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় বিকালে রামপুরা থানায় সমঝোতার জন্য উভয়পক্ষকে ডেকে নেওয়া হয়। বৈঠকে হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় রাইদা পরিবহন। এতে শিক্ষার্থীরা আটক রাইদা বাস গুলো ছেড়ে দিয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে, তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলেন। চেকার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের ৫০টি বাস আটকে দেন সড়কে।

শীর্ষ সংবাদ