দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

  • রাজবাড়ী সংবাদদাতারাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মাত্র তিন কিলোমিটার নৌপথ ফেরি পার হতে এসে গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়ে আছে।

    বুধবার সকালে দৌলতদিয়ায় ফেরিপারের অপেক্ষায় বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী শতশত গাড়ি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি সঙ্কটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাট ট্রাক টার্মিনালের বিশাল পার্কিং ইয়ার্ড পণ্যবাহী ট্রাকে পরিপূর্ণ। অন্য দিকে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তার এক পাশে যাত্রীবোঝাই বাস, অন্য পাশে পণ্যবাহী ট্রাকের সারি। এদিকে পিছে পড়ে থাকা বিভিন্ন বাসের অনেক যাত্রী তাদের বয়ে আনা নির্দিষ্ট বাস ছেড়ে বৃষ্টির মধ্যে লঞ্চঘাট অভিমুখে ছুটছে। সেখান থেকে লঞ্চে দ্রুত নৌপথ পার হয়ে তারা গন্তব্যে যাচ্ছে।

    খুলনা থেকে ছেড়ে আসা একটি বাসের যাত্রী খন্দকার খালেদ মাহমুদ। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু মাকে দেখতে স্ত্রীসহ দুই শিশু সন্তান সাথে নিয়ে তিনি যাচ্ছেন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে দীর্ঘ যানজটে বাসের ভেতরে আটকে থাকায় তিনি বিপাকে পড়েছেন।

    বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো: জামাল হোসেন বলেন, ‘বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রো রো (বড়) ফেরির তীব্র সঙ্কট সৃষ্টি হয়েছে। ঘাটের গুরুত্ব বিবেচনায় এই নৌপথে ছোট ফেরির পাশাপাশি কমপক্ষে ১২টি বড় ফেরি সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন। তা না থাকায় দৌলতদিয়া ঘাটে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে।’

    রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) তারক চন্দ্র পাল জানান, দৌলতদিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশক্রমে দৌলতদিয়া ঘাটগামী অপচনশীল পণ্যবাহী কয়েক শ’ ট্রাক রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হয়েছে। ঘাট পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ওই ট্রাকগুলো ছেড়ে দেয়া হচ্ছে।

সারাদেশ