ঝুলছে জাহাঙ্গীরের মেয়র পদ পদের বিষয়ে আইন দেখে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী

ঝুলছে জাহাঙ্গীরের মেয়র পদ পদের বিষয়ে আইন দেখে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী

আসাদুর রহমান ও মুহম্মদ আকবর  দলীয় প্রতীকে নির্বাচিত হওয়া জাহাঙ্গীর আলম দল থেকে বহিষ্কৃত হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন আইনে স্পষ্ট কিছু নেই। কোনো মেয়রকে দল থেকে বহিষ্কারের ঘটনাও দেশে এই প্রথম। সাধারণত ফৌজদারি মামলাজনিত কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা পদচ্যুত হয়ে থাকেন। গতকাল শনিবার এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মেয়র জাহাঙ্গীরের পদ থাকবে কিনা আইন দেখে বলতে হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। আইনগত দিক আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর আলোকে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও মিলেছে। এদিকে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষমা চেয়ে জাহাঙ্গীর আলম আপিল করবেন বলে জানা গেছে।বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ