ইসলাম শান্তি সাম্য ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয় -প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। তিনি বলেন, বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রংপুর মহানগরের কেরামত (রহ.) জামে মসজিদ চত্বরে হযরত মওলানা কেরামত (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে ইসলামী সম্মেলন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
রাঙ্গাঁ বলেন, মহানবী (স.) এঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে। তিনি বলেন, বর্তমান সরকারের শাসন আমলে সকল ধর্মীয় জনগোষ্ঠীর মানমর্যাদা সুরক্ষা এবং নির্বিঘেœ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে নানামুখী কার্যক্রম চলছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমূলে নির্মূল করা হবে। তিনি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি নেতা আলহাজ মো. শামসুল আলম ও হাজী মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

জাতীয়