কুমিল্লার চান্দিনায় পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ২০ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট

কুমিল্লার চান্দিনায় পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ২০ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট

কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার চান্দিনার হাঁড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ২০ কিলোমিটার রাস্তাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টার যানজটে আটকা পড়েছে বাস-ট্রাক, কাভার্ডভ্যানসহ হাজার হাজার গণপরিবহন।

বাসে আটকে পড়া যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।

চান্দিনা থানার ওসি যুগান্তরকে জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাঁড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সারাদেশ