জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওর কণ্ঠটি তাঁর নিজের বলে স্বীকার করেছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলী। আজ শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের পরামর্শে প্রভাবিত হয়ে তিনি ম্যুরাল না রাখার কথা কথাচ্ছলে বলেছিলেন। এটা তিনি ভুল করেছেন বলে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
১৯ মিনিট ৫৬ সেকেন্ডের দীর্ঘ লাইভ ভিডিওতে তিনি বলেন, ‘আজকে শুধু ১ মিনিট ৫১ সেকেন্ডের (অডিও রেকর্ড) কথা বলব। আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করিনি। আমি শুধু বলেছি, আমি ম্যুরালটা করলে ইসলামে ঠিক হবে না। এটা পাপ হবে। আমি এই ম্যুরাল এখানে করব না। এইটুকুই সেদিন বলেছি। কিন্তু এ বিষয়ে পরবর্তীতে ম্যুরালটা যে আর করা হবে না, এটা বলা হয়নি। একটা গল্পচ্ছলে, আড্ডাতে বসে নিজেদের মধ্যে বলেছি। অনেকেই তো গল্প করে। আমিও হয়তো করেছি। এটাতে যদি ভুল হয়ে থাকে, আমি ভুল করেছি। আমি এ জন্য ক্ষমা চাই।’বিস্তারিত