গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চভাড়া প্রত্যাহারের দাবিতে আটটি বামপন্থী ছাত্রসংগঠনের ডাকা শাহবাগ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের (পাবলিক লাইব্রেরি) সামনে পুলিশ শিক্ষার্থীদের মিছিল থামিয়ে দেয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে মিছিল বের করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি আন্দোলন), বাংলাদেশ ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা-কর্মীরা। পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।
পুলিশের সঙ্গে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীদের কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। এরপর সেখানেই সমাবেশ শুরু করেন তাঁরা। সেখানে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ এবং তিন দফা দাবির পক্ষে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু প্রমুখ। সমাবেশ শেষে ফিরে যান তাঁরা।