বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিবন্ধিত ও নিয়ন্ত্রিত ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন ও নবায়ন কার্যক্রম গত ১ জানুয়ারি থেকে অনলাইনে শুরু করা হয়েছে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালার আওতায় পূর্ব থেকে নিবন্ধিত এবং নতুন হিসেবে নিবন্ধনের জন্য মন্ত্রণালয়ের সাথে সকল যোগাযোগ অনলাইনে সম্পন্ন করা হবে।
নতুন হিসেবে নিবন্ধন ও নিবন্ধনকৃত ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন ও নবায়নসহ যাবতীয় যোগাযোগের জন্য যঃঃঢ়ং://িি.িৎবমঃৎধাবষধমবহপু.মড়া.নফ-তে লগইন-এর মাধ্যমে আবেদনসহ সকল বিষয়ে যোগাযোগ করতে হবে। এখন থেকে অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইলে প্রাপ্ত কোনো আবেদন গৃহীত হবে না। অনলাইনে নিবন্ধনকৃত নতুন ট্রাভেল এজেন্সির নিবন্ধন নম্বর ১২,০০০ থেকে শুরু হবে।