নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের পাখার ধাক্কায় দুটি গরুর মৃত্যুর ঘটনা তদন্তে আজ বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে আনসারের চারজন সদস্যকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান উড়োজাহাজটির ৯৪ জন যাত্রী।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তুজা হোসেন আজ প্রথম আলোকে বলেন, উড়োজাহাজের সঙ্গে গরুর ধাক্কা লাগার সময় রানওয়ের দায়িত্বে ছিলেন আনসার বাহিনীর চারজন সদস্য। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই চারজনকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি খুঁজতে তদন্ত কমিটি করা হয়েছে। বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে সীমানাপ্রাচীর সংস্কারের কাজ চলছে। দ্রুত কাজ শেষ হলে জন ও প্রাণী প্রবেশ বন্ধ হয়ে যাবে। কেটে যাবে নিরাপত্তাঝুঁকিও।বিস্তারিত