রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল মিয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা রাত ৮টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর সড়কের অবস্থিত বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লাগার খবর পাই। খবরে আমাদের দুইটি ইউনিট কুর্মিটোলা অফিস থেকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে গাড়িতে আগুন লাগার জেরে রাজধানীর বিমানবন্দর, বনানী, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার ও বাড্ডা রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। রাত ১০টা পর্যন্ত এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুস সামাদ কে বলেন, সাড়ে আটটার দিকে বলাকা ভবনের সামনের রাস্তায় পাজেরো গাড়িতে আগুন লাগে। ঘটনায় কেউ হতাহত হয়নি হলে আমাদের কাছে তথ্য আছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সরিয়ে নেওয়া হলে যানজট আর থাকবে না।