মিলানে ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

ইতালির মিলানে ১১-১৩ ফেব্রুয়ারি ‘বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৮’ এ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অংশগ্রহণ করছে। মেলায় প্রায় ১ শ’ টি দেশের ২ হাজার কোম্পানি অংশ নিচ্ছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিদেশি সাংবাদিক এবং ট্যুর অপারেটরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১২ সাল থেকে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। ইতিহাস, ঐতিহ্য, সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ ফরেস্টসহ অন্যান্য পর্যটনকেন্দ্র বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য তিনি সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মন্ত্রী আরো বলেন,
শিল্পসাহিত্য ও সভ্যতার কেন্দ্রভূমি ইতালির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইতালির হেরিটেজ এন্ড কালচার এন্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডরিনা বিয়াঙ্কি, লোর্ম্বাদি রিজিওনের প্রেসিডেন্ট রাফায়েলে ক্যাটানেও, মিলানের মেয়র যুসেপে সালাসহ অন্যান্য দেশ থেকে আগত মন্ত্রীগণ এবং দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনসাল এ কে মোহম্মদ শামসুল আহসান এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দীন এসময় উপস্থিত ছিলেন।

জাতীয়