গাড়ি উল্টে আফগানিস্তানে ৫ তালেবান নিহত, আহত ৪

গাড়ি উল্টে আফগানিস্তানে ৫ তালেবান নিহত, আহত ৪

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

পারওয়ান প্রদেশের নিরাপত্তা বিভাগের প্রধান আওয়াল গুল হকপরস্ত বলেন, গাড়ি উল্টে ইসলামিক আমিরাত বাহিনীর পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।

গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে সরিয়ে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পর তারা সাধারণ ক্ষমা ঘোষণা করলেও বহু আফগান দেশ ছেড়ে পশ্চিমা দেশগুলোতে আ

আন্তর্জাতিক