চবি শিক্ষক মাধব দীপের ‘জেন্ডার ও মিডিয়া ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বই মানুষের চিন্তাকে বিকশিত করে। ভাবনার স্তরকে উন্নত করে। মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখায়। কখনো-কখনো মানুষের জীবন বদলে দিতে পারে একটি ভালো বই। বই পড়া ছাড়া বিশ্বনাগরিক হওয়াও সম্ভব নয়।’
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপের ‘জেন্ডার ও মিডিয়া ভাবনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে একথা বলেন তিনি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক মহীবুল আজিজের ‘শ্রেষ্ঠ কবিতা’, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক আলম চৌধুরীর ‘আহমদ ছফার সংসার’ ও কবি সাগর শর্মার ‘ঝাউপাতার ভায়োলিন’ শীর্ষক বইয়েরও মোড়ক উন্মোচন করেন। গ্রন্থ চারটি-ই তৃতীয় চোখ প্রকাশনী থেকে বের হয়। উপাচার্য আরও বলেন, সংশ্লিষ্ট গ্রন্থলেখকেরা দীর্ঘদিন ধরেই লেখালেখির সাথে জড়িত এবং স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত।
এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত-উল-আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি মাইনুল হাসান চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান সাবিনা নার্গিস লিপি, সাহিত্যিক ফেরদৌস আরা আলীম, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক গীতিকার এ কে এম জহুরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি এজাজ ইউসুফী, বর্তমান সভাপতি কবি নাজিম উদ্দিন শ্যামল, বলাকা প্রকাশনের কর্ণধার ও সৃজনশীল মেলা পরিষদের সাধারণ সম্পাদক গবেষক জামাল উদ্দিন, মেলা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, তৃতীয় চোখ প্রকাশনের কর্ণধার কবি আলী প্রয়াস, কবি মানিক বৈরাগী এবং গ্রন্থলেখকেরা উপস্থিত ছিলেন।
নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন মুসলিম হল প্রাঙ্গণে গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তায় ও সৃজনশীল প্রকাশনা পরিষদের সহযোগিতায় ওই মেলা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতীয়