জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে – খাদ্যমন্ত্রী

মরহুম আব্দুল জলিল একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। তিনি দলের নেতা-কর্মীদের অত্যন্ত ভালবাসতেন। ভালবাসতেন দেশ ও দেশের মানুষকে। খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই মন্ত্রী নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়া জামিন পেয়েছেন। এতেই প্রমাণিত হয় আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। মন্ত্রী বলেন, কে নির্বাচনে আসবে কি আসবে না সেটা দেখার বিষয় আওয়ামী লীগের না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
চিত্ত রন্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ। সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস এবং চিত্রনায়িকা নতুনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

জাতীয়