নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র মালিকানাধীন তিন বিশেষায়িত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই তিন নিয়োগসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হয়েছেন।
আর সদ্য অবসরে যাওয়া কৃষি ব্যাংকের এমডি শিরীন আখতারকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে দুই বছরের জন্য কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করেছে সরকার।
শিরীন আখতার কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করা অবস্থায় গত ১৪ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যান। চলতি বছরের সেপ্টেম্বর থেকে তিনি এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
শিরীন আখতারই প্রথম নারী ব্যাংকার, যিনি দেশের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন।