কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতা নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ আহত ১০

কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতা নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক এবং পুলিশের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পুলিশের এসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী। সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‌্যালি পৌঁছানোমাত্র ওই ইউনিয়নের নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির ও তার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ৬জন আহত হন। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির আহতের ঘটনায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েন এবং কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করে ব্যর্থ হলে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে পুলিশ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এসময় গোটা দোস্তপাড়া, খাজানগর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সংঘর্ষের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব সদস্যও মোতায়েন আছে।

রাজনীতি সারাদেশ