ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩, সবচেয়ে বেশি দিল্লিতে

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩, সবচেয়ে বেশি দিল্লিতে

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১৩। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রাজধানী দিল্লিতে। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৭। মহারাষ্ট্রে ৫৪, তেলেঙ্গানায় ২৪, কর্নাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪।

জম্মু ও কাশ্মীরে তিনজন আক্রান্ত হয়েছেন। দু’জন করে আক্রান্ত হয়েছেন ওড়িশা ও উত্তর প্রদেশে।

একজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্ধ্র প্রদেশ, চন্ডিগড়, লাদাখ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে। ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে ‘ওয়ার রুম’ সক্রিয় করার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে নৈশকালীন কারফিউ দিয়ে সংক্রমণ কমাতে পরামর্শ দেয়া হয়েছে।

ভারতে নতুন করে ৬৩১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৪৮১। আগেরদিন আক্রান্ত হয়েছিলেন ৫৩২৬ জন। ফলে একদিনে সেখানে নতুন করে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে শতকরা ১৮ ভাগ। ২৪ ঘন্টায় সেখানে করোনাভাইরাসে মারা গেছেন ৩১৮ জন। এ নিয়ে করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৪ লাখ ৭৮ হা

আন্তর্জাতিক