উত্তরায় হোটেল থেকে দেওয়ানগঞ্জের পৌর মেয়র আটক

উত্তরায় হোটেল থেকে দেওয়ানগঞ্জের পৌর মেয়র আটক

নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় দেওয়ানগঞ্জের সাময়িক বরখাস্ত পৌর মেয়রকে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৬ নং সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে তাঁকে আটক করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রথম আলোকে বলেন, মেয়রকে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় শাহনেওয়াজ শাহানশাহকে এর আগে সাময়িক বরখাস্ত করা হয়।

১৬ ডিসেম্বরে ভোরে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন।

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও থাপ্পড় মারেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা করেন মেহের উল্লাহ।

শীর্ষ সংবাদ