ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের স্থানীয় নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৮ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ২০১৬ সালের ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে নিজ গ্রাম পয়াগের বাসায় ফিরছিলেন জেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক। পথে আসামি বসু মিয়া, হাবিবুর রহমান, শহিবুর রহমান, কবির মিয়া, সাচ্চু মিয়া, মোখলেছ মিয়া, রুহান ওরফে বোরহান, শিথীল আহমেদ, রহমত উল্লাহসহ অন্যরা অটোরিকশাটি আটকায়। এসময় জহিরুলকে আসামিরা কুপিয়ে জখম করেন। ঘটনার রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কবির হোসেন। এরপর পুলিশ মামলাটি তদন্ত করে ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার ১৬ আসামি বর্তমানে কারাগারে আছেন, বাকিরা পলাতক।

সারাদেশ