হাসিবুল হাসান ও তারিকুল ইসলাম
নতুন বছরে দেশের রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াবে বড় দুদলের নানা কর্মসূচি। ২২তম জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বছর তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। এছাড়া যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে রাজনীতির মাঠ বিরোধীদের দখলে নিতে দেবে না দলটি।
অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারা দেশে চলমান সমাবেশের পর নতুন কর্মসূচি দেবে। ধাপে ধাপে আরও কর্মসূচি দিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার পরিকল্পনা দলটির
নির্বাচনি প্রস্তুতি এগিয়ে রাখবে আ.লীগ
হাসিবুল হাসান
চলে গেল নানা আলোচনা-সমালোচনার বছর ২০২১। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমনের ঝুঁকির মধ্যেই শুরু হলো আরেকটি বছর। নতুন বছরেও বেশ কিছু চ্যালেঞ্জকে সামনে রেখেই পথচলা শুরু হচ্ছে আওয়ামী লীগের। ২২তম জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বছর তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে চায় ক্ষমতাসনীরা। একই সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করাও তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখার পরিকল্পনা করেছে দলটি। এছাড়া যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে রাজনীতির মাঠ বিরোধীদের দখলে নিতে দেবে না আওয়ামী লীগ।বিস্তারিত