দেলওয়ার হোসেন
ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রকল্পে শিক্ষা উপকরণ, কম্পিউটার সামগ্রী ও আসবাব কেনার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম হয়েছে। দেড় শতাধিক উপজেলায় এসব মালপত্র সরবরাহ করা না হলেও ঠিকাদারদের পুরো বিল দেওয়া হয়েছে। এর পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। একই প্রকল্পের আওতায় যেসব উপজেলায় যেসব সামগ্রী দেওয়া হয়েছে তার কোনোটিই ব্যবহার উপযোগী নয় বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন। এর পরেও ঠিকাদারদের পুরো বিল পরিশোধ করা হয়েছে। তার পরিমাণ প্রায় সোয়া ছয় কোটি টাকা।
বিভিন্ন জেলার ২০ জনের বেশি উপপরিচালক সমকালকে জানান, গত ২৬ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। এ সময় গোপালগঞ্জ জেলার উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক বলেন, যেসব মালপত্র সরবরাহ করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, ব্যবহার অনুপযোগী। তার বক্তব্যের সঙ্গে ৬৪ জেলার উপপরিচালকরা একমত পোষণ করেন। তারা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে কার্যাদেশ অনুযায়ী ব্যবহারযোগ্য মালপত্র সরবরাহের দাবি করেন।বিস্তারিত