পাকিস্তানে তুষারপাত দেখতে গিয়ে যানবাহনে আটকাপড়ে নিহত ২২

পাকিস্তানে তুষারপাত দেখতে গিয়ে যানবাহনে আটকাপড়ে নিহত ২২

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে নিজেদের যানবাহনে আটকা পড়ে অন্তত ২২ জন মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের চূড়ার শহর মুরিতে শীতকালীন তুষারপাত দেখতে আসা পর্যটকদের অন্তত এক হাজার যানবাহন আটকা পড়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।

পুলিশের একজন সদস্য, তার স্ত্রী এবং ছয় সন্তান গাড়িতে আটকা পড়ে মারা গেছেন। আরেক পরিবারের পাঁচজন সদস্যও নিহত হয়েছেন।

সেনাবাহিনী সেখানকার রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে। যারা গাড়িতে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধার করছে সেনাবাহিনী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশি বলেছেন, ওই এলাকায় বিপুল সংখ্যক পর্যটকের আগমণ ঘটার কারণে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে এক লাখের বেশি গাড়ি সেখানে এসেছে।

পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তুষারপাতে ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। বিষয়টি এতোটাই ছড়িয়েছে যে, অন্যরা সেখানে ঘুরতে যেতে উদ্বুদ্ধ হয়েছে।

এরপর শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পর্যটকরা আটকে পড়েছেন। এরপর শনিবার ভারী তুষারপাত হয়। একপর্যায়ে ওই এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধ গাড়িগুলো বরফে আবৃত হয়ে আছে। যে ২২ জন মারা গেছে, তার মধ্যে ১০ জনই শিশু।

পুলিশ বলছে, ছয়জন তাদের গাড়িতে বরফে জমে গিয়ে মারা গেছে।
সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

আন্তর্জাতিক