শিক্ষা বোর্ডে ২৪ খাতে লোপাট দেড়শ’ কোটি টাকা!

শিক্ষা বোর্ডে ২৪ খাতে লোপাট দেড়শ’ কোটি টাকা!

ক্যাশ বইয়ের হিসাব অনুযায়ী যে পরিমাণ অর্থ থাকার কথা, ব্যাংক হিসাব নিরীক্ষায় মিলেছে তার থেকে ৪৬ কোটি টাকা কম। মোট আয়ের চেয়ে ২০ কোটি ৫৮ লাখ টাকা কম দেখানো হয়েছে আয় বিবরণীতে। সম্মানী প্রদানের নামেও লুট হয়েছে ১২ কোটি টাকা। এভাবে ৩৩ ধরনের অনিয়মের মাধ্যমে ১৬৭ কোটি টাকা লোপাট করা হয়েছে। সম্মানী প্রদানের বিষয়টি বাদ দিলে ২৪টি খাতে গচ্চা গেছে সরকারের ১৫৮ কোটি টাকা।

স্থানীয় সরকার ও রাজস্ব অডিট অধিদফতর দেশের শিক্ষাবোর্ডগুলোতে অনুসন্ধান চালিয়ে এমন পুকুর চুরির সন্ধান পেয়েছে। জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে উপস্থাপিত এ সংক্রান্ত প্রতিবেদনে অনিয়ম ও অসঙ্গতির এমন চিত্র তুলে ধরে লোপাটকৃত এ অর্থ বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারসহ সংশ্লিষ্টদের পকেটে চলে গেছে বলে জানানো হয়েছে। কমিটি উত্থাপিত এসব অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণ করে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে।বিস্তারিত

জাতীয়