আগামী ১৬ জানুয়ারি  জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেও সংসদে যেতে পারবেন না সাংবাদিকরা

আগামী ১৬ জানুয়ারি জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেও সংসদে যেতে পারবেন না সাংবাদিকরা

আগামী ১৬ জানুয়ারি রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসবে।, প্রথমদিনই ভাষণ দিবেন রাষ্ট্রপতি। এটা একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন। করোনা শনাক্ত বেড়েছে যাওয়ায় শীতকালীন অধিবেশনেও স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী। এবারও অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। এনিয়ে একটি নির্দেশনা জারি করেছে গণসংযোগ শাখা।

[৩] এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

[৪] এদিকে, সংসদ সচিবালয়ে সূত্রে জানা গেছে, এবারও কার্যউপদেষ্টা কমিটির বেঠক হচ্ছে না। অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষন রাখবেন। এই ভাষণের পর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় অধিবেশন হবে দীর্ঘ। ১২ থেকে ১৫ কার্যদিবস চলবে শীতকালীন অধিবেশন।

[৫] রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

[৬] উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশন চলে ৯ কার্যদিবস। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি হয়।

[৭] গতবছর ২০২১ সালে বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হলেও চলতি বছরের প্রথম অধিবেশনটি ছিলো ১২ কার্যদিবসের। গত ১৮ জানুয়ারি শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনটি মুলতবি হয় ২ ফেব্রুয়ারি। শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। মহামারিকালে পুরো অধিবেশনে ১৩২ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ২৫ ঘ

জাতীয় শীর্ষ সংবাদ