আগামী থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে

আগামী থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে। তবে ট্রেনের সংখ্যা কমবে না। এছাড়া ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার—দুই জায়গায় সমানভাবে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছেন, অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। তিনি বলেন, ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না।

রেলওয়ে সূত্র বলছে, ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে (অ্যাপ/অনলাইন)। আর বাকি ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

শীর্ষ সংবাদ সারাদেশ