সংশোধিত প্রকল্প অনুমোদন দিতে গিয়ে বিরক্তি  প্রধানমন্ত্রী

সংশোধিত প্রকল্প অনুমোদন দিতে গিয়ে বিরক্তি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 

প্রতি একনেকেই উঠছে সংশোধনী প্রকল্প। বিভিন্ন কারণে প্রকল্পগুলো অনুমোদন দিতে বাধ্য হচ্ছে সরকার। যার কারণে একনেকে জায়গা পাচ্ছে না নতুন প্রকল্প। আজও ৫টি সংশোধিত প্রকল্পে ৬৫৪ কোটি টাকা নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধিত প্রকল্প অনুমোদন দিতে গিয়ে বিরক্তি প্রকাশ করেছেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৬২১ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন হবে তিন হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা। আর এক হাজার ৫৬৬ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস, কর ও অনুদান থেকে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজকে একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি নতুন ও ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। এতো সংশোধিত প্রকল্প আসছে কেন? বেশিরভাগ প্রকল্পই দ্বিতীয় ও তৃতীয় সংশোধিত প্রকল্প। এরকম সংশোধিত প্রকল্প যেন বারবার না আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের কোথায় যেন পতিত জমি পড়ে না থাকে। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এজন্য এ প্রকল্পটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে কৃষির পতিত জমি চাষের আওতায় আনতে এরকম প্রকল্প নেওয়া হবে।

সারাদেশে পাসপোর্ট সুবিধা দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করা হবে। ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। আমরা চাই দেশের মানুষ পাসপোর্টের জন্য ভালো সুবিধা যেন পান। বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণকে নিকটতম সুবিধাজনক স্থান থেকে উন্নতমানের পাসপোর্ট সেবা এবং ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও সিলেট, চট্টগ্রাম (মনসুরাবাদ), কক্সবাজার, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে সর্বমোট ২১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ মেশিন রিডেবল পাসপোর্ট সেবা দেয়া হবে।

একনেকে অনুমোদিত সংশোধিত প্রকল্পগুলো হলো নেত্রকোনা-বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক প্রকল্প। নতুন করে প্রকল্পটিতে ব্যয় বাড়ানো হয়েছে ২২০ কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন নির্মাণ প্রকল্পের নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৫৯ কোটি ২১ লাখ টাকা। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৪১ কোটি ৪০ লাখ টাকা। শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন প্রকল্পের নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৩৩১ কোটি ১০ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের এপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৩ কোটি ২ লাখ টাকা।

জাতীয়