নারায়ণগঞ্জে করোনা শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ

নারায়ণগঞ্জে করোনা শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২২৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ বলে জেলা সিভিল সার্জনে কার্যালয় থেকে জানানো হয়েছে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫০ জন, আড়াইহাজারে ৩৯ জন, বন্দরে ৫, রূপগঞ্জে ৭১, সদরে ৪৩ এবং সোনারগাঁয়ে ২১ জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৯ জন।

শীর্ষ সংবাদ সারাদেশ