গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে মোংলা মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করেন জেলে কুতুবআলী।
এর আগে, রোববার গভীর রাতে সাগরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ক্রয় করেন মোংলার রাইজিং ফিস আড়তের মালিক দ্বীন ইসলাম। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
মোংলা উপজেলার জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলী বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝে মধ্যে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম। বাজারে এই মাছের অনেক চাহিদা। তবে পাইকাররা আমাদের দাম খুব কম দেয়।
মাছ ক্রেতা দ্বীন ইসলাম বলেন, দশ মন ওজনের মাছটি আমি ৬৫ হাজার টাকায় কিনেছি। খুচরা বাজারে কেটে কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করার আশা রয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। খেতে সুস্বাদু, প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে।