মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মো. সাফিন (১৭) নামের এক শিক্ষার্থী। সে গভ. ল্যাবরেটরি স্কুল থেকে সদ্য এসএসসি পাস করেছে। মঙ্গলবার আড়ংঘাটার খানাবাড়ী এলাকায় বাড়িতে নিজের কক্ষে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
সাফিনের স্বজন ও বন্ধুরা জানিয়েছে, বেশ কিছু দিন যাবত একটি মোটরসাইকেল কিনে দিতে সাফিন তার পিতা সাইদুর রহমানকে চাপ দিয়ে আসছিল। পিতার কাছ থেকে মোটরসাইকেল কিনে দেয়ার আশ্বাস না পেয়ে গত ২৮ জানুয়ারি সাফিন তার ফেইজবুক আইডিতে বিভিন্ন মডেলের মোটরসাইলের একটি ভিডিও পোষ্ট করে। পোষ্টটির নিচে সে লেখে ‘শখের বয়সটায় টাকার অভাব থাকে’। গত ৩১ জানুয়ারি সোমবার রাতে সাফিন তার পিতার সাথে মোবাইলে কথা বলে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। পিতার সাথে মোবাইলে কথা শেষে রাতে ঘরের দরজা দিয়ে ঘুমাতে যায়।
মঙ্গলবার দুপুরেও তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে সিলিংয়ের ফ্যানের হুকের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, বন্ধু-বান্ধব, স্কুলের শিক্ষকরা সাফিনের বাড়িতে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।