সান্তাহারে ব্রিটিশ আমলের ধাতব মুদ্রাসহ দুজন গ্রেপ্তার।

সান্তাহারে ব্রিটিশ আমলের ধাতব মুদ্রাসহ দুজন গ্রেপ্তার।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর শাহাপুর এলাকার শফিকুল ইসলাম ও জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকার বালুাপাড়ার বিপ্লব দেওয়ান।

এ বিষয়ে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে র‌্যাব অভিযান চালায়। এ সময় পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকা থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ও টাকাসহ  শফিকুল ইসলাম ও বিপ্লব দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শীর্ষ সংবাদ সারাদেশ