‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমায় গেঁথে দাও না মা গো’সহ বহু গানের লেখক নজরুল ইসলাম বাবুকে এ বছর দেওয়া হচ্ছে একুশে পদক। তবে মরণোত্তর। ১৯৯০ সালে মাত্র ৪১ বছর বয়সে তিনি চলে যান। গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে এত দিন রাষ্ট্রীয় এ সম্মাননা পাননি বলে আক্ষেপ ছিল তাঁর ভক্ত ও পরিবারের। মৃত্যুর ৩২ বছর পর রাষ্ট্রের এ সম্মান পেলেন তিনি। শিল্পকলা, সংগীত ও অভিনয়ে যাঁরা পেলেন একুশে পদক, তাঁদের কেউ পেয়েছেন মরণোত্তর, কেউ কেউ এখন অসুখে পর্যুদস্ত, কেউ থাকেন পরবাসে। তবে রাষ্ট্রের এ সম্মানে তাঁরা সন্তুষ্ট। দেশ ও নিজ নিজ ক্ষেত্রের সহযাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যরা।বিস্তারিত