বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজারে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে বাগমারা বাজারে হঠাৎ আগুন লেগে মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে যায়। পরে রাত পৌনে ৩টার দিকে মসজিদের ইমাম মাইকে আগুন লাগার খবর ঘোষণা দিলে পাড়ার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে ১৫টি দোকান ও নগদ ১০ লাখ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।
কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন।
এদিকে, গভীর রাত ও হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা না গেলেও ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে বাগমারা বাজার চৌধুরী স্বপন চক্রবর্তী বলেন, হঠাৎ করে গভীর রাতে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার খুশি তংচংগ্যা জানান, রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে বাগমারা বাজারে আগুন লাগে। মসজিদের ইমাম মাইকে ঘোষণা দিলে পাড়াবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ১ ঘণ্টা পরে আসে, ততক্ষণে সব পুড়ে যায়।