শতভাগ যাত্রী নিয়ে চলছে ট্রেন

শতভাগ যাত্রী নিয়ে চলছে ট্রেন

দেশের সব আন্তঃনগর ট্রেন আজ (বুধবার) থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে।

রেলওয়ে থেকে জানানো হয়, সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিম্নমুখী। ইতোমধ্যে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছে ফলে ট্রেনে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট এবং স্টেশন প্লাটফর্ম টিকিট বিক্রয় বন্ধ থাকবে।

কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটা ব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।

বলা হয়েছে, টিকিট ইস্যুর এই নির্দেশনা ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এক্ষেত্রে জারি করা টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

শীর্ষ সংবাদ সারাদেশ