হাসান সোহেল ছোট ছোট ব্যবসায়ী-উদ্যোক্তাদের পরিকল্পনা ও সম্ভাবনা আছে কিন্তু অর্থ নেই। আবার ব্যাংকের কাছে ঋণ নিতে গেলেও গ্যারান্টি না থাকার কারণে ব্যাংকও টাকা দেয় না। ফলে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা থাকার পরও তা কাজে লাগাতে পারছে না। অবশ্য এ বাধা কাটাতে কুটির শিল্প, ছোট ও ক্ষুদ্রশিল্প খাতের উদ্যোক্তাদের জামানত না থাকে বা অপর্যাপ্ত জামানত থাকে এমন উদ্যোক্তার ঋণের গ্যারান্টি দেবে সরকার। বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম বিভাগ এমন কার্যক্রম শুরু করেছে। স্কিমের আওতায় গ্রাহকরা ২৫ হাজার থেকে ১ কোটি পর্যন্ত ঋণ নিতে পারবেন। স্কিমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্য ছিল। দীর্ঘদিন পর হলেও এ ধরনের ব্যাতিক্রমী উদ্যোগ আর্থিকখাতসহ সর্বমহলে প্রশংসা পেয়েছে। এমনকি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ৩৭টি ব্যাংক গ্রাহকদের ক্রেডিট গ্যারান্টি স্কিম সার্ভিস প্রদান করবে বলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করে। প্রতিটি ব্যাংক এই সেবার জন্য ৩ জন কর্মকর্তাকেও নির্দিষ্ট করে দায়িত্ব দেয়। যারা শুধুমাত্র এই কার্যক্রমের জন্য নির্ধারিত। অথচ চুক্তি করেও ২৫টি ব্যাংক একজন গ্রাহককেও ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা প্রদান করতে পারেনি। এ ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্জন শূন্য। অবশ্য ব্যাংকগুলো বলছে, এই ধরনের গ্যারান্টি স্কিম বাংলাদেশে নতুন। করোনার কারণে প্রচার-প্রচারণা না থাকায় ক্ষুদ্র উদ্যোক্তারা এই স্কিমের বিষয়ে খুব একটা জানেন না। তাই উদ্যোক্তাদের আগ্রহ কম।বিস্তারিত