ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষ  ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষ ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষ (২০-২১ সেশন) -এর ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শিক্ষাবর্ষের সকল ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে।

সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, করোনার কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে ক্লাস পরীক্ষায় ফেরা অত্যন্ত জরুরী। তাই দেরি না করে ২৩ ফেব্রুয়ারিতেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি।

অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ফের করোনা সংক্রমণ যদি বাড়ে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা আসে তবুও অনলাইনে ক্লাস শুরু হবে। আর প্রথম বর্ষের যাদের ক্লাস শুরু হবার কথা বলছি তাদের বার্ষিক পরীক্ষা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে।
গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ৬৭.৯ শতাংশ।

শিক্ষা