ঋণ শোধে করোনার ছুতা বড় গ্রাহকদের ।শীর্ষ ৪২ ঋণগ্রহীতা থেকে এক টাকাও আদায় নেই । ১৮ ঋণগ্রহীতা থেকে আদায় ১ শতাংশেরও কম । সার্বিক ব্যাংক খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরির আশঙ্কা । কম আদায় হওয়ার কারণ জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি

ঋণ শোধে করোনার ছুতা বড় গ্রাহকদের ।শীর্ষ ৪২ ঋণগ্রহীতা থেকে এক টাকাও আদায় নেই । ১৮ ঋণগ্রহীতা থেকে আদায় ১ শতাংশেরও কম । সার্বিক ব্যাংক খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরির আশঙ্কা । কম আদায় হওয়ার কারণ জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি

জিয়াদুল ইসলাম

বিশেষ সুবিধা তুলে নেওয়ার পরও করোনার দোহাই দিয়ে ব্যাংক খাতের শীর্ষ গ্রাহকরা ঋণের টাকা ফেরত দিতে চাচ্ছেন না। এ তালিকায় রয়েছে দেশের বহু নামিদামি প্রতিষ্ঠানও।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ বলছে, গত বছরের জুন মেয়াদে শীর্ষ ৬০ ঋণগ্রহীতার কাছ থেকে ১২ ব্যাংকের ঋণ আদায়ের হার ছিল ১ শতাংশেরও কম। এর মধ্যে ৪২ জন ঋণগ্রহীতা থেকে এক টাকাও আদায় করতে পারেনি তারা।

ব্যাংকগুলোর ঋণ আদায়ের এই হারকে খুবই নগণ্য ও উদ্বেগজনক মন্তব্য করে ওই পর্যবেক্ষণে বলা হয়েছে, শীর্ষ ঋণগ্রহীতাদের ঋণ আদায়ের এই পরিস্থিতি সার্বিক ব্যাংকিং খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি করতে পারে।বিস্তারিত

অর্থ বাণিজ্য