যানজট আর রাজধানী- এ যেন একে অন্যের চেনা সঙ্গী। আজ বুধবার (৯ মার্চ) রাজধানীবাসীর দিন শুরু হয়েছে যানজটকে সঙ্গী করেই। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট লেগে আছে।
বুধবার সকাল ৭টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। মিরপুর, জাতীয় প্রেস ক্লাব, মৌচাক, মগবাজার, বেইলী রোড, মতিঝিল,কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, বিজয় সরণি, খামারবাড়ি, ফার্মগেট এসব পথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অটোরিকশাচালক শফিক মিয়া বলেন, মিরপুর-১২ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত যেতে আগে প্রায় ৪০ মিনিট লাগত, এখন লাগে প্রায় দুই ঘণ্টা। আমাদের ট্রিপও কমে গেছে।
সায়দাবাদ থেকে উত্তরার দিকে যাওয়া যাত্রী বিল্লাল হোসেন বলেন, সায়দাবাদ থেকে কুড়িল পর্যন্ত আসতেই আমার আগের তুলনায় এক ঘণ্টার বেশি লেগেছে। সড়কজুড়ে যানজট, দিন যত যাচ্ছে রাজধানীতে যানজটে পরিমাণ ততই বাড়ছে। আগে দেখা যেত শুধু সকালে আর বিকেলে যানজট থাকত। কিন্তু এখন দেখছি সারাদিনই রাজধানীতে যানজট লেগে থাকে।
জানা গেছে, মেট্রোরেল প্রকল্পের জন্য চলাচলের রাস্তা প্রায় অর্ধেক কমে গেছে। প্রকল্পের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করছে সংকীর্ণ সড়ক দিয়ে। ফলে ওইসব রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালু করা হলে যানজট কমে যাবে।