অস্ত্র-আর্থিক সহায়তায় রাশিয়ার প্রস্তাবে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

অস্ত্র-আর্থিক সহায়তায় রাশিয়ার প্রস্তাবে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, রাশিয়া চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তারা চীনের কাছে ঠিক কী ধরনের সরঞ্জাম চাইছেন তা উল্লেখ করতে অস্বীকার করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের একটি পৃথক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করার জন্য বেইজিংয়ের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে মস্কো।

চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে এবং পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সেটির নিন্দাও প্রকাশ করেনি বেইজিং।

এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনো সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ হুঁশিয়ারি দিয়েছেন।

ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই বলেছেন, আমি কখনোই এরকম কিছু শুনিনি। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের গঠনমূলক উদ্যোগকে আমরা উৎসাহিত এবং সমর্থন করছি।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে- আগ্রাসন চালানোর আগে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে বেইজিং জানতো। তবে মস্কোর বিস্তারিত পরিকল্পনা বেইজিং বুঝে উঠতে পারেনি বলেও মনে করেন তিনি।

জ্যাক সুলিভান বলেছেন, বেইজিংয়ের ওপর নজর রাখছে ওয়াশিংটন। আমরা সরাসরি এবং ব্যক্তিগতভাবে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছি, রাশিয়ার ক্ষতি কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞা এড়ানোর বড় কোনো পদক্ষেপ নেওয়া হলে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বিশ্বের কোনো দেশ থেকে কিংবা কোনো স্থান থেকে রাশিয়াকে কোনো ধরনের লাইফলাইন পেতে দেওয়া হবে না।

আন্তর্জাতিক