‘পাকিস্তানের বিপক্ষে সেই জয় আর এই জয় এক নয়’

‘পাকিস্তানের বিপক্ষে সেই জয় আর এই জয় এক নয়’

১৯৯৯ সালের বিশ্বকাপে হট ফেভারিট ছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

সেই বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন- সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদি, ইনজামাম-উল-হক, আজহার মাহমুদ, মঈন খান, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও সাকলাইন মুশতাকদের নিয়ে গড়া দলটি ট্রফি নিয়েই ঘরে ফিরবে।

তারকাখচিত সেই পাকিস্তানকে বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে গিয়ে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়ে সোমবার পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের সঙ্গে সোমবার পাওয়া জয়ের তুলনা করা আদৌ ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সোমবার সন্ধ্যায় যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে পাইলট বলেন, ১৯৯৯ সালের সেই পাকিস্তানের সঙ্গে জয় আর বর্তমানে পাকিস্তানের নারী দলের সঙ্গে জয়কে একপাল্লায় মাপা ঠিক হবে না। সেই পাকিস্তানের সাথে পাকিস্তানের এই নারী দলের তুলনা করলে জিনিসটা ছোট হয়ে যাবে।

পাইলট আরও বলেন, ধরেন আর্জেন্টিনার ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ হেরে গেল। আবার সেই আর্জেন্টিনার ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ জিতল, এই দুই ম্যাচ নিয়ে তুলনা করা কী ঠিক হবে? পাকিস্তানের মেয়েরা কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট দল নয়। কারণ পাকিস্তান একটা মুসলিম দেশ, যেখানে মেয়েদের খেলাধুলাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না।

জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট আর ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৩ হাজার ২২৭ রান করা পাইলট আরও বলেন, আমি কিন্তু বাংলাদেশের এই জয়কে ছোট করছি না। এর মানে এই না যে, এই জয়ে আমরা খুব বেশি উপরে উঠে গেলাম। আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি অবশ্যই ভালো কথা, এটা বিশাল বড় অ্যাচিভমেন্টও। কিন্তু আমার মনে হয় সেই জয়ের সঙ্গে এই জয়ের তুলনা করা ঠিক হবে! ওই জয় আর এই জয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য।

সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, ১৯৯৯ সালের পাকিস্তান দল ছিল ওয়ার্ল্ডক্লাস। ওই টিম আর মেয়েদের এই টিমের সঙ্গে তুলনা হতেই পারে না। আমার মেধায় বলে- পাকিস্তানের মেয়েদের ক্রিকেট টিম কিন্তু অভিজ্ঞ ক্রিকেট টিম না। যে অনেক আগেরকার ক্রিকেট টিম, কালচার হয়ে আছে তা কিন্তু না। তাদের চেয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড অনেক এগিয়ে আছে।

৪৬ বছর বয়সী সাবেক এই তারকা আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট টিমও যে এগিয়ে আছে তা কিন্তু না। এখনো গ্রামে অনেক পরিবার আছে তারা মেয়েদের ক্রিকেট খেলা অ্যালাও করে না। তারপরও মেয়েরা ক্রিকেটে এসেছে। জয় পাচ্ছে। আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে নিগার সুলতানাদের এই জয় অবশ্যই বড় অ্যাচিভমেন্ট। তবে কম্পেয়ার করা ঠিক হবে না

খেলাধূলা